স্নান করার ছবি তুলে ব্ল্যাকমেল করে শ্যালিকার কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল খালুর বিরুদ্ধে। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি সুন্দরবনের বাসিন্দা। কর্মসূত্রে থাকতেন শ্বশুরবাড়িতে। অভিযোগ, সেখানে শ্যালিকার মেয়ের স্নান করার ছবি তুলে তাকে ব্ল্যাকমেল করেন। বলতেন, শারীরিক সম্পর্কে লিপ্ত না হলে ছবি-ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেবেন। এতেই ভয় পেয়ে গিয়েছিল নাবালিকা। তারই সুযোগ নিয়ে অভিযুক্ত তাকে একাধিক বার ধর্ষণ করেছেন বলে অভিযোগ। পরে বাধ্য হয়ে বাড়ির লোকেদের জানায় কিশোরী। তার পরেই থানায় অভিযোগ দায়ের হয় এবং গ্রেফতার হন অভিযুক্ত।পুলিশ জানায়, কিশোরীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইনে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন তাকে আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ওই নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয় আদালতে। ভারতের হাওড়ার লিলুয়া থানা এলাকার এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুনঃ
Comments
Post a Comment